Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অজনসমূহ

1) সদস্যসহ সকল পদবীর আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা নিজেদের আত্মোন্নয়ন,
     আর্থ কর্মসংস্থান ও সামাজিকভাবে সচেতন হওয়া, যা হবে গোটা দেশের উন্নয়নের জন্য অগ্রগণ্য।
2) সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা আমাদের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা
   নিজেরা সচেতন হয়ে পারিবারিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হওয়া
3) প্রত্যন্ত গ্রাম-গঞ্জ-শহরের বিভিন্ন নৈতিক, সামাজিক, ধর্মীয় অবক্ষয়ের বিরুদ্ধে
    নিজেরা সচেতন হয়ে সমাজে সোচ্ছার ভূমিকা পালনে উদ্যোগী হয়।
4) প্রতিটি গ্রামের প্লাটুনভূক্ত ভিডিপি সদস্য-সদস্যাদের মনোবল বৃদ্ধি ও গ্রামোন্নয়নে অংশগ্রহণ।
5) আনসার-ভিডিপি’র প্রতিটি ক্লাব-সমিতি, পুকুর-স্কুলে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে
  সমাজ উন্নয়নের ভূমিকা পালন।
6) প্রতিটি ইউনিয়ন-পৌরওয়ার্ড ও উপজেলাগুলোকে উন্নয়নের রোল মডেল তৈরী।
7) দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ ‘পূর্ণাঙ্গ 
   প্রশিক্ষণ কেন্দ্র’ হিসাবে গড়ে তোলা।